করোনার বৃদ্ধি তে বন্ধ করে দেওয়া হলো শিল্প ও বাণিজ্য মেলা।

0
254

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- করোনার বৃদ্ধি তে বন্ধ করে দেওয়া হলো শিল্প ও বাণিজ্য মেলা। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে শিল্প-বাণিজ্য মেলা হবার কথা ছিল এই মাসের সাত থেকে তেরো তারিখ পযর্ন্ত ।কিন্তু করোনার হঠাৎ বৃদ্ধি তে সেই মেলা বন্ধ করে দিল।যদিও মেলা বন্ধ হবার জন্য অনেক টাই ক্ষতির মধ্যে তাদের পড়তে হয়েছে বলেও জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মেলার অগানাইজেশন কমিটির সদস্যরা। অর্গানাইজিং জয়েন্ট সেক্রেটারি
ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার ২০২২.বিকাশ দাস বলেন জেলা প্রশাসনের অনুরোধে বন্ধ করে দেওয়া। হলো এই মেলা।