নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মালদা জেলা পুলিশের নির্দেশে হবিবপুর থানার উদ্যোগে মঙ্গলবার হবিবপুর থানার কেন্দ্রপুকুরে এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল সেফ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতা প্রচার। এদিন রেলি করে এই রেলি মধ্যে দিয়ে কেন্দ্রপুকুর গোটা এলাকা পরিক্রমা করেন, এই রেলির মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন হবিবপুর থানার আই সি এই রেলি কেন্দ পুকুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে করার কথা থাকলেও করোনা পরিস্থিতি দিকে তাকিয়ে তা পুলিশের তরফে তা বাদ করাহয়।গোটা কেন্দপুকুর প্ররিক্রমার করা হয় এবং পথ চলতি মানুষদের সচেতন করাহয় বাইক চালানো সময় কি করতে হবে হেলমেট ব্যবহার করতে হবে।এদিন উপস্থিত ছিলেন হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার,এস আই, সিতাংশু ঘোষ, সহ সিভিক ভলেন্টিয়ারা, সেভ ড্রাইভ সেভ লাইফ এর নির্ধারিত তিন নম্বর কর্মসূচি অনুষ্ঠিত হয় কেন্দ্রপুকুর হাট এলাকায়, কোভিড বিধি মেনে এই কর্মসূচি করা হয়েছে।