নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাজ্য সরকারের বিধিনিষেধ কে সমর্থন করে ফালাকাটা ব্লকের বেংকান্দি নবরাগ সংঘের সুবর্ন-জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান স্থগিত করল ক্লাবের সদস্যরা। ক্লাব সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ ও ৮ ই জানুয়ারি সুবর্নজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে দুই দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু রাজ্যে করোনা ভাইরাস বেড়ে যাওয়ার কারণে রাজ্যে ফের জারি হয় বিধি-নিষেধ। যার ফলে সংশ্লিষ্ট ব্লকের বেংকান্দি নবরাগ সংঘের সুবর্ন-জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ক্লাবের উদোক্তারা। সুবর্ন-জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান রঞ্জিত রায় জানান, “আমরা আগামী ৭ ও ৮ ই জানুয়ারি সুবর্ন জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে ছিলাম,কিন্তু বর্তমানে ফের করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা আমাদের অনুষ্ঠান আপাতত স্থগিত রাখছি। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু আমরা সমাজের কথা ভেবে করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই আমরা ক্লাবের অনুষ্ঠান আপাতত স্থগিত রাখলাম।”
Leave a Reply