মনিরুল হক, কোচবিহারঃ আইডিভিপি ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপে ওয়েট লিফটিং প্রতিযোগিতায় সোনার পদক পেলেন কোচবিহারের মেয়ে রাধিকা বর্মণ। রাধিকা বর্মণ কোচবিহার রাজারহাট হাইস্কুলের ছাত্রী। স্কুল ছাত্রীর এহেন প্রতিভায় খুশি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা।
জানা যায়, রাজস্স্থানে হওয়া আইডিভিপি ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপে ওয়েট লিফটিং প্রতিযোগিতায় তিনটি পর পর ম্যাচে একটিতে প্রথম, একটিতে দ্বিতীয়, এবং একটিতে তৃতীয় স্থান অবলম্বন করে কোচবিহারের রাধিকা বর্মণ। সেখানে খেলায় জিতে ফিরে এসে আজ তাকে তার স্কুলে সম্বর্ধনা দেওয়া হয়। রাধিকার বাড়ি মাটিকাটা মধুপুর এলাকায়। প্রত্যন্ত এলাকা থেকে এভাবে উঠে এসেছে রাধিকা। তার এই সাফল্যে খুশি স্কুলের সকলে।
এদিন রাধিকা বর্মণ বলেন, রাজস্থানে আইডিভিপি ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপে ওয়েট লিফটিং প্রতিযোগিতায় পরপর ৩টি বিভাগে সোনা, রুপো পেয়েছে। তার ইচ্ছে ভবিষ্যতে সে এই খেলায় আরও এগিয়ে যেতে চায়।