নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- করোনা প্রতিরোধে ফের কল্যাণী বাসীকে সচেতন করতে সোমবার সকাল থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পরল কল্যাণী থানা ও কল্যাণী পৌরসভা। গাড়িতে মাইক বেঁধে কল্যাণীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনা প্রতিরোধে সচেতন ও বিধি নিষেধ এর প্রচার চালাচ্ছে কল্যাণী থানা ও কল্যাণী পৌরসভা।