রিচার্জ ও ডেটা প‍্যাকের অস্বাভাবিক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে এবং BSNL এর পরিকাঠামো উন্নত করার দাবিতে আজ যুবসংগঠন AIDYO-এর উদ্যোগে পুরুলিয়া শহরে গণস্বাক্ষরের কর্মসূচি নেওয়া হয়।

0
535

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- বেসরকারি মোবাইল কোম্পানিগুলির রিচার্জ ও ডেটা প‍্যাকের অস্বাভাবিক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে এবং BSNL এর পরিকাঠামো উন্নত করার দাবিতে আজ যুবসংগঠন AIDYO-এর উদ্যোগে পুরুলিয়া শহরে গণস্বাক্ষরের কর্মসূচি নেওয়া হয়। কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI ( Telecom Regularity Authority of India)-এর চেয়ারম্যান কে উদ্দেশ্য করে স্মারকলিপিতে এই গণস্বাক্ষর করা হয়। ইতিমধ্যে জেলা জুড়ে কয়েকহাজার মোবাইল গ্রাহক এই দাবিপত্রে সাক্ষর করেছেন। এই কর্মসূচি ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে। মার্চের প্রথম সপ্তাহে TRAI – এর চেয়ারম্যান কে ডেপুটেশন দেওয়া হবে। আজকের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন যুব সংগঠন AIDYO,,- এর পুরুলিয়া জেলা সম্পাদক স্বদেশ প্রিয় মাহাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here