গ্রামীণ জন স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে বেতন বৃদ্ধি সহ ৭ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন।

0
287

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:– গ্রামীণ জন স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে বেতন বৃদ্ধির লক্ষ্যে স্মারকলিপি বারে বারে দেওয়ার পরেও এখনো পর্যন্ত পূরণ হয়নি, অভিযোগ কর্মীদের জানা গিয়েছে প্রত্যেক দিনের মজুরি হচ্ছে মাত্র ৯০ টাকা,সকাল ৭ টা থেকে ৬ টা পর্যন্ত কাজ করতে হয় টোটাল ২৭ জন স্বাস্থ্য কর্মী কে, ঝড় বৃষ্টি উপেক্ষা করেও এদেরকে কাজে যুক্ত হতে হয় তবে এদের যেই ৭ দফা দাবি দাবি এখনো পর্যন্ত রাজ্য সরকার ফোন করে নি সেই বিষয়ে কোন প্রকারে মুখ খুলতে নারাজ স্বাস্থ্য কর্মদক্ষ যিনি পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকে দায়িত্বে আছেন তিনি, এমনটাই অভিযোগ কর্মীদের, এই দাবি নিয়ে বুধবার তারা বিক্ষোভ প্রদর্শন করে, পাশাপাশি অভিযোগ করেন কোন সময় এই বিষয়ে মত প্রকাশ করেননি কর্মীদেরকে নিয়ে এই দাবিটাও জেলার কর্মদক্ষ যে আছে স্বাস্থ্য কর্মদক্ষ তিনিও কোন প্রকারের পঁচিশটি ব্লকের কর্মীদের কি পরিস্থিতিতে আছে শাস্ত্র যারা হেলথের কাজ করে ওদের সঙ্গে কোন প্রকারে যোগাযোগ করে না। যেখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালনের জন্য করোনা ওমাইক্রন ৫০ জন করে পালনের অনুমতি দিচ্ছে হেল্প সেন্টার গুলি ভ্যাকসিন দেওয়ার সেখানে আজকে তার জন্মদিন পালনের জন্য প্রত্যেকটি এলাকায় দেখা যাচ্ছে ২০০ থেকে ৩০০ জন কর্মীরা পালনে ব্যস্ত এখন কি তাহলে করো না হবে না এই দাবিও করছে স্বাস্থ্য কর্মীরা।