বাবা মা কে হারিয়ে অথৈয় জলে পড়েছে বছর এগারোর কিশোরী।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বাবা মা কে হারিয়ে অথৈয় জলে পড়েছে বছর এগারোর কিশোরী।সরকারি সাহায্যের আশায় দিন গুনছে মালদহের মানিকচক ব্লকের অন্তর্গত চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের
কিশোরী আমেনা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায় বছর কয়েক আগে তার বাবা মারা যায়।বছর কাটতে না কাটতেই মাও হৃদয় রোগে মারা যায়।আমেনার জীবনে নেমে আসে চরম অন্ধকার।কোথায় গেলে জুটবে দুমুঠো আহার তা দিশেহারা আমেনা।সে এনাতপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।আমেনা লেখাপড়া করতে চাইলেও টাকার অভাবে থমকে রয়েছে।ভর্তির টাকা জুটাতে না পারাই সপ্তম শ্রেণীতে এখনো ভর্তি হতে পারেনি সে।

এনাতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বাদিউজ্জামান আমেনার ভর্তি সহ পড়াশোনার দায়িত্ব দেওয়ার আশ্বাস দেন।

এবিষয়ে বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক মোয়াজ্জেম হোসেন আমেনার পাশে থাকার আশ্বাস দেন।

মালদা জেলা পরিষদ সদস্যা সাবিনা ইয়াসমিন বলেন,আপনাদের কাছ থেকে বিষয়টি শুনলাম আমি অসহায় আমেনা খাতুনের পাশে থাকব এবং সাহায্য করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *