মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা তো আবার কোন ঘুড়িতে মাস্ক পড়া সহ কোভিড বিধি পালনের বার্তা।

বালুরঘাটঃ কোন ঘুড়িতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জ্জী-র ছবি সহ মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা তো আবার কোন ঘুড়িতে মাস্ক পড়া সহ কোভিড বিধি পালনের বার্তা। ৫-ই জানুয়ারি বুধবার কোভিড বিধি মেনে নীল আকাশে এরকম-ই নানা রকমের ঘুড়ি উড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর জন্মদিন পালন করল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একই সঙ্গে ঘুড়ি উড়িয়ে দিলেন কোভিড বিধি পালনের বার্তা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী-র নেতৃত্বে বালুরঘাটের উত্তমাশা পল্লী এলাকার একটি ময়দানে ঘুড়ি ওড়ায় বালুরঘাটের মহিলা তৃণমূল কর্মীরা। লাটাই হাতে ঘুড়ি ওড়ানোর সময় এদিন মহিলা তৃণমূল কর্মীরা “দিদি সুস্থ থাকলে বাংলা সুস্থ” এবং “২০২৪-এ ভোকাট্টা মোদী” স্লোগান দেন। মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আকাশে উড়ছে ঘুড়ি এমন খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও নিজেদের বাড়ির ছাদে গিয়ে লাটাই হাতে মহিলা তৃণমূল কর্মীদের ঘুড়ি ওড়ানো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেন ৫-ই জানুয়ারি বাংলার সবার প্রিয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর জন্মদিবস ঘুড়ি উড়িয়ে আমারা পালন করেছি এবং একই সঙ্গে আমরা মাস্কের ছবি সহ ঘুড়ি উড়িয়ে কোভিড বিধি পালনের বার্তাও প্রদান করেছি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। সেই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে এদিন জেলা মহিলা তৃণমূল নেত্রী বলেন আগামী নির্বাচনগুলিতে মোদীকে ভোকাট্টা করে দেব। লাটাই তাদের হাতেই রয়েছে বলে সংবাদমাধ্যমের মাধ্যমে দাবী করবার পাশাপাশি এদিন মহিলা তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর দীর্ঘায়ুও কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *