হঠাৎ করেই বন্ধ করে দেয়া হলো জেলাশাসকের অফিস! হায়রানির শিকার সাধারণ মানুষজন।

0
306

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- হঠাৎ করেই বন্ধ করে দেয়া হলো জেলাশাসকের অফিস । জেলাশাসকের অফিস বন্ধ হওয়ায় বুধবার সমস্যায় পড়তে হয়েছে প্রশাসনিক কাজের তাগিদে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষদের । ঠিক কি কারণে বন্ধ করে দেয়া হয়েছে জেলাশাসকের অফিস তা নিয়ে এখনো অন্ধকারে সাধারণ মানুষজন। জেলাশাসকের মূল গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে এবং গেটের বাইরে একটি বক্স রাখা হয়েছে যেখানে সাধারণমানুষ তাঁদের অভিযোগ বা আবেদন জমা দিতে পারবে । জেলাশাসকের অফিস প্রাঙ্গণে সিনিটাইজেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত করোনার বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রামে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ জন । ঝাড়গ্রামে মোট ১২৪৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৩৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের ।

সোমবার থেকে রাজ্য সরকারের করোনার বিধি নিষেধ জারি হয়েছে । সেই দিনেই ঝাড়গ্রামের জেলা শাসকের নির্দেশে ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নির্দিষ্ট এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে ।