করোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশি সচেতনতা প্রচার অভিযান।

0
330

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- করোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশি সচেতনতা প্রচার অভিযান। বৃহস্পতিবার শান্তিপুর নৃসিংহ পুর কালনা ঘাট ও কালনা ঘাট সংলগ্ন এলাকা গুলিতে করোনা সচেতনতা প্রচার অভিযান করল শান্তিপুর থানার পুলিশ। গত 3 তারিখ থেকে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জারি হয়েছে করা বিধি নিষেধ। সেই মতই তৎপর শান্তিপুর থানার পুলিশ, প্রতিদিনই শান্তিপুর শহর এবং ব্লকের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সচেতন করতে শান্তিপুর থানার পক্ষ থেকে করা হচ্ছে সচেতনতা প্রচার অভিযান। সেইমতো বৃহস্পতিবার শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাট সহ সংলগ্ন এলাকাগুলিতেও সচেতনতা প্রচারাভিযান করল শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় প্রতিদিনই সাধারণ মানুষকে সচেতন করতে করা হচ্ছে মাইকিং প্রচার, পাশাপাশি শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন রাস্তায় চালানো হয় পুলিশি নজরদারি। মুখে মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই পড়তে হয় পুলিশের প্রশ্নের মুখে। পুলিশ সূত্রে জানা যায় আজকের এই নজরদারি চালিয়ে সরকারি বিধি-নিষেধকে অমান্য করা প্রায় পাঁচ জন ব্যক্তিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। আগামী দিন থেকে মানুষ যদি সরকারি বিধি-নিষেধকে অমান্য করে তাহলে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করবে শান্তিপুর থানার পুলিশ।