নন্দীগ্রামের তৃণমূলের শহীদ দিবসের মঞ্চের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অস্বীকার বিজেপির, রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের।

0
217

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নন্দীগ্রামের গোকুলনগরের করপল্লিতে আলাদাভাবে শহিদ দিবস পালন করে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের মঞ্চে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের দুই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ও অখিল গিরি। তৃণমূলের অভিযোগ, সেই মঞ্চের একাংশ পুড়িয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে নন্দীগ্রামে পথ অবরোধ । নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তৃণমূলের ব্যানারে পথ অবরোধ ।নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চের ব্যানার পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গোকুলনগরে পথ অবরোধ শাসক দল তৃণমূলের। প্রসঙ্গত গতকাল রাত্রে গোকুলনগরে মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগে সরাসরি তীর বিজেপির দিকে। শাসকদলের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চ পুড়িয়ে দেওয়া এবং রাতভর বোম্বিং করা ও তাদের কর্মীদের মারধর করার অভিযোগে পীর সরাসরি বিজেপির দিকে । বিজেপির দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়,নন্দীগ্রামে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল গোকুলনগরের করপল্লিতে আলাদাভাবে শহিদ দিবস পালন করে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের মঞ্চে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের দুই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ও অখিল গিরি। তৃণমূলের অভিযোগ, সেই মঞ্চের একাংশ পুড়িয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here