নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন স্কুটি চালক সহ স্ত্রী ও ছেলে। বুধবার সন্ধ্যায় পথ দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার নারায়ণপুরে এলাকায় ।। স্থানীয় বাসিন্দারা ওই তিন জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলের পর স্কুটিতে স্ত্রী পঞ্চমী ও ৩ বছরের ছেলেকে নিয়ে গাজোলের দিকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন ইংরেজবাজার শহরের মহানন্দা পল্লীর বাসিন্দারা সুব্রত দে। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় নারায়ণপুরে একটি ট্রাক হঠাৎ করে পেছন থেকে এসে তাদের স্কুটিতে ধাক্কা মারে। তারা তিন জনেই রাস্তার উপর ছিটকে পড়েন এবং আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে ।