BSNL কর্মচারী আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরলো।

0
323

মালদা, নিজস্ব সংবাদদাতা: BSNL কর্মচারী আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরলো। ঘন কুয়াশার সুযোগে সিসিটিভি থাকা সত্ত্বেও পাঁচিল টপকে একাধিক তালা ভেঙে প্রায় ৪৮ টি ব্যাটারি চুরি করে নিয়ে পালালো একদল সশস্ত্র দুষ্কৃতী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
মালদা শহরের উত্তর রামচন্দ্রপুর এলাকায় রয়েছে BSNL কর্মচারী আবাসন। একাধিকবার এই আবাসনের চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। এবারে আরো একবার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরলো। রাতের অন্ধকারে ঘন কুয়াশার সুযোগে পাচীর টপকে 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল ভেতরে ঢুকে। এরপর একাধিক তালা ভেঙে প্রায় 50 টি ব্যাটারি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ।