বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন ভাইরাস হু হু করে বাড়ছে দেশে। ফলে পশ্চিমবঙ্গেও করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তাই করোনা সচেতনতার জন্য আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুরে রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে পথচলা মানুষদের মুখে মাস্ক পরানো হয়। পাশাপাশি গাড়ী দাঁড় করিয়ে চালকদের মুখে মাস্ক পরানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মুখার্জি, দুবরাজপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মির্জা সৌকত আলী, প্রাক্তন কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ দাস সহ আরো অনেকে।
করোনা সচেতনতায় এবার পথে নামলো দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস।

Leave a Reply