চমকাইতলা থেকে দলছুট হাতির দল ঢুকলো শিহর গ্রামে।

0
348

আবদুল হাই, বাঁকুড়াঃ ৪৭ টি হাতির একটি দল মেদিনীপুর জেলার চমকাইতলা হয়ে বাঁকুড়া জেলার সিহর গ্রামে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি চালালো।আতঙ্কে ঘুম ছুটেছে ওই এলাকার মানুষদের। জানা যায় ওই হাতির পালটিতে 47 টি হাতি আছে । তার মধ্য থেকে চারটি শাবক হাতীও আছে। জানা যায় ওই হাতির দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে একটি হাতির দল বদনগঞ্জ এর ওপর দিয়ে সিহর অঞ্ছলের জয় কৃষ্ণপুর জয়রামবাটি খালের দিকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছে স্থানীয় মানুষ এবং বন আধিকারিক রা অপর একটি দল গোপীনাথপুর অঞ্চলের প্রতাপপুর এর দিকে তাড়ানো হয়েছে সূত্র মারফত জানা যায় বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করেছে এমনকি চাষের ক্ষেত নষ্ট করেছে বলে জানা। যায় গভীর রাত্রে অতর্কিতে হাতির এই আগমনে এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোন হতাহতের খবর নেই ।