জামা দিয়ে শ্বাসরুদ্ধ করে এবং বিষ খাইয়ে খুন, আনুমানিক বছর ২৪ বছরের এক মহিলাকে।

0
257

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- জামা দিয়ে শ্বাসরুদ্ধ করে এবং বিষ খাইয়ে খুন, আনুমানিক বছর ২৪ বছরের এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ৪ নং বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ কৃষ্ণপুর পশ্চিম পাড়া ব্রীজের পাশে। তাপসী বসাক নামে ওই মহিলার বাড়ি পূর্ব শঙ্করপুর বলে জানা যায়। গ্রামবাসীরা দেখতে পান, এক মহিলা আম বাগানে পড়ে আছে। পরে বিষয়টি স্পষ্ট হয় এটি খুন বলে গ্রামবাসীদের প্রথমিক অনুমান।
মিল থেকে কাজ করে ফিরার সময় এই ঘটানা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। ধর্ষণ করে, জামা দিয়ে গলা পেচিয়ে, এবং পরে মুখে বিষ খাইয়ে খুন করেছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে মৃত দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়।