পাঞ্জাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  কনভয় আটকানোর প্রতিবাদে গাজোলে বিধানসভার ভারতীয় জনতা পার্টি সমস্ত  যুব মোর্চা ও এসসি মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।

0
353

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পাঞ্জাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  কনভয় আটকানোর প্রতিবাদে গাজোলে বিধানসভার ভারতীয় জনতা পার্টি সমস্ত  যুব মোর্চা ও এসসি মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।  বৃহস্পতিবার রাতে  গাজোল ব্লকের বামনগোলা  মোড়ের কাছে জাতীয় সড়কে বিজেপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বার করেন।  মোমবাতি জ্বালিয়ে ঘটনার ব্যাপারে প্রতিবাদ ধিক্কার মিছিলটি করা হয় গাজোলের বিভিন্ন জায়গাতে । এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, জেডপি -৮ এর সভাপতি বঙ্কিম সরকার, জেড পি ৬- এর সভাপতি ধীরেন্দ্রনাথ সরকার প্রমূখ।