বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুরঃ বাংলার ঘরের মা-বোনেরা সবথেকে বেশী সংখ্যকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে, আসন্ন পৌর নির্বাচনের পূর্বে দাবী রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস-এর। উল্লেখ যে শারদ উৎসব পরবর্তী সময় থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় কার্যত হু হু করে বেড়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের শক্তি। এরই মাঝে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসাবে বঙ্গ জননী সংগঠন বালুরঘাট এবং গঙ্গারামপুর দুটি শহরেই তাদের সংগঠনকে ঢেলে সাজাতে শুরু করেছে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তৃণমূলের বঙ্গজননী সংগঠনের নেতৃত্ব বালুরঘাট শহরের ২৫টি ওয়ার্ডের সংঠনের সভাপতির নাম ঘোষণা করে। এদিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা তৃণমূলের চেয়ারম্যান নিখিল সিংহ রায়, বঙ্গজননীর জেলা সভানেত্রী মিঠু জোয়ারদার এবং বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দাস। গৌতম দাস বলেন বালুরঘাট শহরেও যাতে মহিলা তৃণমূল কংগ্রেস এবং বঙ্গজননী একত্রিতভাবে ২৫টি ওয়ার্ডে জিতবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই লক্ষ্যে আমরা আরও বেশী করে তাদের সংগঠিত করবার চেষ্টা করছি, দুটো শহরেই মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে আছে। একই সঙ্গে জেলার দুটি পৌরসভাতেই জয়ের বিষয়ে কতটা তৃণমূল আশাবাদী এই প্রশ্নের উত্তরে গৌতম দাস বলেন একশোয় একশো।
Home রাজ্য উত্তর বাংলা বাংলার ঘরের মা-বোনেরা সবথেকে বেশী সংখ্যকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে, আসন্ন পৌর নির্বাচনের...