বিজেপির যুব কার্যকর্তা শুভ্রজ্যোতি ঘোষের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বিজেপির ১৩ ও ১৯ নং মণ্ডলের।

0
489

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির যুব কার্যকর্তা শুভ্রজ্যোতি ঘোষের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বিজেপির ১৩ ও ১৯ নং মণ্ডলের। শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার এলাকায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মশাল মিছিল বের করে বিজেপি। জটেশ্বর বাজার এলাকা থেকে শুরু হয় ওই মিছিলটি তারপর জটেশ্বর বাস স্ট্যান্ড হয়ে জটেশ্বর চৌপথি গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক।