রাতের অন্ধকারেই অন্নদাতা মালিকের গোডাউনে সিঁধ কাটলো কর্মচারী, দুঃসাহসিক ভাবে ক্যাশ বাক্স ভেঙে তিন লক্ষ টাকা চুরি।

0
409

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দোকানের টিনের সেড কেটে ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা চুরি। ঘটনাটি শান্তিপুর পঞ্চানন তলা এলাকার। শান্তিপুর পঞ্চানন তলা এলাকার এসএমএস রাইসের মালিক মৃত্যুঞ্জয় হালদারের অভিযোগ। গতকাল গভীর রাতে তার দোকানের টিনের সেড কেটে দোকানের ভেতরে ঢুকে ক্যাশবাক্স তে রাখা প্রায় দু লক্ষ টাকা চুরি করে নেয় যদিও পুরো ঘটনা দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। শুক্রবার সকালে দোকান খুলতেই চুরির ঘটনা নজরে পড়ে এসএমএস রাইস এর মালিক মৃত্যুঞ্জয় হালদারের। যদিও চুরির ঘটনার সাথে যুক্ত ওই যুবক মৃত্যুন বাবুর দোকানে দীর্ঘদিন ধরে কাজ করতো, দোকানের খুঁটিনাটি সব কিছুই জানতো ওই যুবক। চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ায় তখনই মৃত্যুন বাবু বুঝতে পারেন ওই যুবকই চুরি করেছে। গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এসএমএস রাইস এর মালিক মৃত্যুঞ্জয় হালদার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। মৃত্যুঞ্জয় বাবু দুঃখের সাথে জানান, সকালে তার বাড়িতে গিয়ে 30000 টাকা উদ্ধার করতে পেরেছি, এর আগেও এ ধরনের একটি ঘটনা ঘটায় ক্রমশ বিশ্বাস উঠে যাচ্ছে কর্মচারীদের উপর, এতে অন্য যারা কাজ করে তাদের সমস্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here