রানাঘাট জেলা প্রশাসনের উদ্যোগে শান্তিপুর থানার তৎপরতায় গোটা শান্তিপুর থানা এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি।

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট জেলা প্রশাসনের উদ্যোগে শান্তিপুর থানার তৎপরতায় গোটা শান্তিপুর থানা এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি। করোনার বিধি-নিষেধকে অমান্য করা একাধিক ব্যক্তিকে আটক করল শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে শান্তিপুর গোটা থানা এলাকায় রানাঘাট মহকুমা শাসক ও রানাঘাট পুলিশ জেলার এসডিওর নেতৃত্বে করোনা মোকাবিলায় চলে পুলিশি টহল দাড়ি। সাথে ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ, শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় মুখার্জি, রানাঘাট মহকুমা শাসক রানা কর্মকার সহ শান্তিপুর থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। এদিন দুপুরে গোটা শান্তিপুর থানা এলাকায় চালানো হয় পুলিশের কড়া নজরদারি, করোনার বিধি-নিষেধ অমান্য করা প্রায় কুড়ি জন ব্যক্তিকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি প্রত্যেকটি দোকানে গিয়ে সচেতনতা বার্তা দেওয়া হয়, এছাড়াও বেশ কয়েকটি দোকানে নো মাস্ক নো এন্ট্রি স্টিকার মেরে দেওয়া হয় পুলিশের পুলিশের পক্ষ থেকে। যদিও করোনার সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করতেই পুলিশের এই অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *