করোনা সংক্রমণ প্রতিরোধে বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের।

0
324

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- ফের করোনার তৃতীয় ঢেউয়ে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে রাতের ঘুম উড়েছে প্রশাসনের। করোনা সংক্রমণ প্রতিরোধে করতে এবার বাজার বন্ধের সিদ্ধান্ত নিলো প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার জনবহুল বাজার গুলি বন্ধ রাখার ঘোঘনা করলো পুলিশ। শুক্রবার নন্দকুমার থানার পক্ষ থেকে থানা এলাকার বাজার গুলিতে মাইকিং করে জানানো হয় সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে এবং বিকেল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত। বাকি সময় বাজার বন্ধ রাখতে হবে। পাশাপাশি যারা বাজারে আসবেন অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিয়ম জারি থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার সেই নিয়ম মেনেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করলেও বেশকিছু দোকান বন্ধ করতে পুলিশকে ব্যবস্থা গ্রহন করতে হয়। পাশাপাশি এই মারুন ভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে একাধিক বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here