নিম্নমানের সড়ক নির্মাণের অভিযোগ ও কালভার্ট না তৈরি করার অভিযোগ উঠলো আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায়।

0
165

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ নিম্নমানের সড়ক নির্মাণের অভিযোগ ও কালভার্ট না তৈরি করার অভিযোগ উঠলো আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায়। আলিপুরদুয়ার জেলাপরিষদের পক্ষ থেকে ২০১৯ বর্ষে হাসিমারা এস বি আই ব‍্যাঙ্ক হইতে হাসিমারা হিন্দি হাই স্কুল ওবধি প্রায় দুই কিমি সড়ক ও কালভার্ট নির্মাণের কাজ শুরু । গ্ৰামবাসীর অভিযোগ ঠিকাদার সড়কের তিন জায়গায় যে কালভার্ট নির্মাণের কথা ছিল সেই কালভার্ট নির্মাণ করেনি এমনকি সড়ক ও ঠিকমতো নির্মাণ করেনি এমনকি সড়ক নির্মাণের কয়েকমাসের মধ‍্যে বিভিন্ন জায়গায় ভেঙ্গে গিয়েছে সড়ক । বাসিন্দারা জানান এই বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হয়েছে এমনকি ‘দিদি কে বলো’ কর্মসূচিতেও অভিযোগ করা হয়েছে। কিন্ত বছর পেরিয়ে গেলেও কোনো সুরহা হয়নি। বাসিন্দারা জানান এই সড়কটি মালঙ্গী গ্ৰাম পঞ্চায়েতের অন‍্যতম গুরুত্বপূর্ণ সড়ক । এই সড়ক দিয়ে হাসিমারা হিন্দি হাই স্কুল, ব‍্যাঙ্ক যাওয়ার সড়ক । বাসিন্দারা জানান যেই তিন জায়গায় কালভার্ট হওয়ার কথা ছিল সেই জায়গায় কালভার্ট না হ ওয়ায় খুবই সমস্যা পোহাতে হয় বর্ষাকালে সেই সময় সড়কের উপর দিয়ে জল প্রবাহিত হয় ঐ সময় চলাচল বন্ধ হয়ে যায় । এলাকার বাসিন্দারা জানান আমাদের দাবি অতি শীঘ্র এই সমস্যা সমাধান করা হোক। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জানান, আমরা গ্ৰামের উন্নয়নের জন‍্য সড়ক ও কালভার্ট তৈরি করতে চেয়ছিলাম কিন্ত কালভার্ট তৈরি করতে এলাকার চা বাগান কতৃপক্ষ এন ও সি না দেওয়ায় তৈরি করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here