নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- গতকাল পূর্ব মেদিনীপুর জেলার মেছাদাতে রেল অবরোধ করছিলেন পান, ফুল, ও মাছ চাষী ও ব্যবসায়ীরা। রেল ঘেরাও করে তুমুল বিক্ষোভ ও অবরোধের পাশাপাশি বচসা হয় রেল পুলিশের সাথে। শ্রমিক চাষীদের অভিযোগ রেলের বুকিং ছিল হঠাৎ করে পণ্যবাহী রেল বাতিল করে দেয় রেল ডিপার্টমেন্ট। গতকাল অর্থাৎ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেচেদা পার্সেল ঘরে লক্ষ লক্ষ টাকার পান ও ফুল এখনো পযর্ন্ত পড়ে রয়েছে। ইতিমধ্যেই পচন শুরু হয়েছে সমগ্র জিনিসপত্রের,উপায় না পেয়ে শেষ অবলম্বনটুকু কী ভাবে পাঠাবে তার ব্যবস্থা করছেন চাষী থেকে ব্যবসায়ীরা, অনেকে কী করবেন ভেবে পাচ্ছেন না। এই ভাবেই মেছেদা স্টেশনে পড়েই নষ্ট হচ্ছে পান ও ফুল। একাধিক চাষী এরই উপর নিভর করে সংসার অতিবাহিত করে। যদিও এই বিষয় নিয়ে রেলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পণ্যবাহী রেল বাতিলের প্রতিবাদে গতকাল রাত থেকে মেচেদা স্টেশনে পড়ে রয়েছে পান,ফুল ও মাছ,নষ্টের আশঙ্কা।

Leave a Reply