নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মোটর বাইক নিয়ে কাজে যাওয়ার পথে কুকুরকে বাঁচাতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন ১ ব্যাঙ্ক কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পুরাতন মালদা থানার মির্জাপুর এলাকায় । পরিবার সূত্রে জানা যায় আহত মোটরবাইক আরোহীর নাম জয়ন্ত পাল বয়স ২৫ তার বাড়ি পুরাতন মালদা থানার মুকাদিপুর কলোনি এলাকায় । জানা যায় দিন সকালে মোটর বাইক চালিয়ে কাজে যোগ দিতে যাওয়ার পথে মির্জাপুর এলাকায় কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় ওই ব্যাংক কর্মি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।