স্বনির্ভর গোষ্ঠী দল করে ঝুঁড়ি,ডালা,কুলা তৈরি করে রোজগারের পথ দেখাচ্ছে জয়নগর গ্রামের মহিলারা।

0
351

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের জয়নগর গ্রামের বেশকিছু পরিবার সারা বছর ধরে বাঁশের শিল্পকর্মের কাজের সাথে যুক্ত হয়ে তাদের জীবন-জীবিকা চালাচ্ছে। গ্ৰামের মহিলারা স্বনির্ভর গোষ্ঠী দল করে ব্যঙ্ক থেকে ঋণ নিয়ে ছোট ছোট হাতের কাজ করে ঝুঁড়ি, ডালা, কুলা, পেতে সহ অন্যান্য জিনিসপত্র তৈরি করে ভালো রোজগার করছে।মাসে মাসে ৫০ টাকা করে ব্যঙ্কে জমা করে।তার থেকে ব্যঙ্ক ঋণ দেয়।আগে যেমন ঘরে বসে থাকতো দুটো পয়সা হাতে আসতে না। এখন স্বনির্ভর গোষ্ঠী দল করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আর এই কাজে মুখ্যমন্ত্রীর স্বনির্ভর গোষ্ঠীর সরকারি সাহায্য এবং প্রশিক্ষণের ফলে তাদের শিল্পকর্ম অনেকটাই উন্নত এবং কাজের মূলধন এর ক্ষেত্রে অনেকটাই সুবিধা হচ্ছে। বর্তমান বাজারে সকাল থেকে পরিশ্রম করে সেরকম লাভ হয় না তবে অন্য পেশা বেছে নিতে না তারা না-পসন্দ, চাইছেন সরকারি সাহায্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here