করোনা সচেতনতার জন্য এবার রাস্তায় নামলেন খোদ সদাইপুর থানার ওসি : আটক ২৫।

0
349

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- দিনের পর দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবু্ও সচেতন নয় এক শ্রেনীর মানুষ। করোনা অতিমারীকে তোয়াক্কা না করেই মুখে মাস্ক ছাড়া দোকানে এবং হাটে-বাজারে ভিড় করছেন। ব্যতিক্রম নয় সাপ্তাহিক সবজি হাটের ক্ষেত্রেও। আজ রবিবার বীরভুম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত সদাইপুর থানার চিনপাই গ্রামের স্কুল মোড়ে হাট বসে। চিনপাই ছাড়াও এই গ্রাম পঞ্চায়েতের অধীন প্রায় চৌদ্দ- পনেরোটি গ্রামের মানুষ হাট করতে আসেন এখানে। শতাধিক মানুষ মাস্ক ছাড়াই হাটে ভিড় জমিয়েছেন এমনই চিত্র ধরা পড়ল। তাই আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে মাস্ক অভিযান শুরু হয়। এদিন রাস্তায় মাস্ক ছাড়া ২৫ জন ব্যক্তিকে সাইকেল এবং বাইক আরোহীকে আটক করা হয়। পাশাপাশি সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে সচেতনতার জন্য কিছু ক্রেতার মুখে মাস্কও পরিয়ে দেওয়া হয়।