পুরাতন মালদা বিজেপির তরফে ৬ দফা দাবিতে স্মারকলিপি মালদহ থানায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-পুরাতন মালদা বিজেপির তরফে ৬ দফা দাবিতে স্মারকলিপি মালদহ থানায়। শনিবার বিকেলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত সহ একাধিক নেতৃত্বরা করোণা বিধিকে মাথায় রেখে কয়েকজনের প্রতিনিধি দল এদিন থানা সামনে এসে হাজির হন এবং ছয় দফা দাবির স্মারকলিপি তুলে দেন আইসি হীরক বিশ্বাসের হাতে। দাবিগুলোর মধ্যে ছিল বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো চলবেনা মালদাহ থানা পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ কাজ করতে হবে বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপ মদ জুয়া বন্ধ করতে হবে চুরি ডাকাত রুখতে তৎপর হতে হবে পুলিশ প্রশাসনিক কাজে দলীয়করণ বন্ধ করতে হবে এইসব বিষয় নিয়ে দীর্ঘ খন ধরে আলোচনা হয় অফিস রুমে। আলোচনার শেষে উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত জানান যদি দাবি না মানা হয় আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *