প্রাক্তন তৃণমূল নেতা তাপস মাঝিকে মারধরের ভিডিও ভাইরাল, আঙুল তুলছেন নিজের দলের উপর,পাশে থাকার আশ্বাস সহ সৌজন্য সাক্ষাৎ করলেন শুভেন্দু।

0
471

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- শুভেন্দু অধিকারী BJP তে যোগদান করার পর সারা রাজ্যের রাজনীতির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা খবরের শিরোনামে এসেছে, যার মধ্যে জেলার পটাশপুর বারেবারেই নাম উঠেছে রাজনৈতিক তরজায়, জানা গিয়েছে বছরের প্রথম মাসে প্রাক্তন তৃণমূল নেতা তাপস মাঝি কে মারধর করা হয় বলে অভিযোগ, অভিযোগের তীর নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই, এই পরিস্থিতির মাঝে রবিবার তাপস মাঝি সঙ্গে তার শারীরিক বিষয় সহ সৌজন্য সাক্ষাত করলেন বিরোধীদলীয় নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এদিন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত নিশানা করলেন শাসক দলের উপর, তিনি বলেন এক সময় তৃণমূল এই এলাকায় সাইনবোর্ড হয়েছিল, তখন এই তাপসী মাঝির মত ব্যক্তিরা তৃণমূল দলের জন্য বহু কিছু করেছেন, কিন্তু বর্তমানে যেসব নতুন নেতারা এসেছেন তারা কার্যত বসিয়ে দিয়েছেন এইসব নেতাদের, তুমি যেভাবে কার্যকলাপ হচ্ছে আগামী দিনে আবার পুনরায় তৃণমূল সাইনবোর্ড হয়ে যাবে, পাশাপাশি তাপস মাঝির বক্তব্যে দলের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তিনি বলেন শুভেন্দু অধিকারী আমার রাজনৈতিক গুরুদেব, আমি যখন আক্রান্ত হই কিছু তৃণমূল নেতা খবর নিলেও শুভেন্দু বাবু প্রথম খবর নিয়েছেন, আর কিছু দলীয় নেতা পদের ভয়ে আমার সঙ্গে দেখা শুদ্ধ করে নি, তবে আগামী দিনে যে তাপস মাঝি বিজেপি দলের সঙ্গে যুক্ত হবে সেই বিষয় নিয়ে তিনি বলেন আগামী দিনে কি হবে তা আগামী দিনই বলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here