ফের খবরের শিরোনামে ময়নার বাকচা,এবার তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি ভাঙচুর অভিযোগের তির BJP র দিকে।

0
452

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:– আবারো রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার ৮ নম্বর অঞ্চল বাকচা এলাকা। প্রতিনিয়ত রাজনৈতিক উত্তাপ তো লেগেই থাকে। এবার বাকচা অঞ্চলের গোবরাদন গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শংকর মন্ডল এবং তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জয় মন্ডলের বাড়ি ভাঙচুরের অভিযোগের টির উঠেছে বিজেপির দিকে। শংকর মন্ডলের অভিযোগ যে গতকাল রাতে পাশের গ্রাম মাধবচক এলাকার সক্রিয় বিজেপি কর্মী ব্রজগোপাল মন্ডল গ্রেফতার করতে ময়না থানার পুলিশ এসেছিল কিন্তু ধরতে পারিনি বজ গোপাল কে। পরে বজ গোপাল তার দলবল নিয়ে আমার বাড়িতে চড়াও হয় কোনক্রমে বাড়ি থেকে ছুটে ময়নার তৃণমূল কার্যালয়ে আশ্রয় নেয় ওই তৃণমূল নেতা, পাশাপাশি তার অভিযোগ আমার পুরো বাড়ি ভাঙচুর করে লুটপাট চালিয়েছে। এমনই অভিযোগ করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য শংকর মন্ডল। ইতিমধ্যেই ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শংকর মন্ডল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে গেছে গোটা এলাকায়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।