সেলুন, বিউটি পার্লার খুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো ব্যবসায়ীরা।

0
334

আবদুল হাই, বাঁকুড়াঃ বিশ্ব জুড়ে করোনার তান্ডব বেড়েই চলেছে। নতুন বছরের শুরুতেই রাজ্যে করোনা সংক্রমণের হার বাড়তেই গত ৩ রা জানুয়ারি থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বিউটি পার্লার, সেলুন, সুইমিং পুল, পর্যটন কেন্দ্র সহ অন্যান্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৫ জানুয়ারি পর্যন্ত। এরফলে এই সব ব্যবসার সঙ্গে যুক্ত চাপে পড়ে যান বিভিন্ন ব্যবসায়ীরা। গতকাল রাজ্য সরকার বিউটি পার্লার, সেলুন, রেস্তোরাঁ, সিনেমা হল ৫০ শতাংশের উপস্থিতিতে খুলে রাখার অনুমতি দিয়েছে। এরফলে সেলুন ও বিউটি পার্লার ব্যবসায়ীদের মুখে হাসি ফুটলো। সেলুন ব্যবসায়ীরা জানান। আমাদের এই সেলুনের উপর নির্ভর করে সংসার চলে। সেলুন বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।