করোনা ও ওমিক্রণের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ১৪ বছরের পুরাতন মেলা বন্ধ করে বিশ্ব করোনা মুক্তির জন্য যজ্ঞ।

0
556

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- করোনা ও ওমিক্রণের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ১৪ বছরের পুরাতন মেলা বন্ধ করে বিশ্ব করোনা মুক্তির জন্য যোগ্য করলেন মহাবীর মিলন মেলা উৎসব কমিটির সদস্যরা।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু’নম্বর ব্লকের বসন্তপুরে মহাবীর মিলন মেলা উৎসব কমিটি প্রতিবছরের মতো এইবছরও মেলা করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু দিনের পর দিন করোনা ও ওমিক্রণের সংক্রমণ বাড়তে থাকায় মেলা কমিটির সদস্যরা ১৪ বছরের পুরাতন মেলা বন্ধ করে দিয়ে বিশ্ব শান্তি ও করোনা মুক্তির জন্য যোগ্য করলেন। সোমবার থেকে সেই যোগ্য চলছে। সন্ধ্যা পর্যন্ত এই যোগ্য চলবে বলে জানিয়েছেন মেলা কমিটির উদ্যোক্তারা। মেলা কমিটির উদ্যোক্তা সুশান্ত পাল জানান যেভাবে মরণ ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে রক্ষা করা প্রত্যেক মানুষের কর্তব্য, তাই মেলার প্রস্তুতি শেষ পর্যায় হয়ে গেলেও বন্ধ করে দেওয়া হয়েছে এই মেলা।