দীর্ঘ কয়েক বছর পর সোমবার জলপাইগুড়িতে ভার্চুয়ালি উধবোধন হলো  ‘ সা ‘, উস্কে দিলো বেসরকারি হোম থেকে শিশু পাচারের সেই পুরোনো স্মৃতি।

0
242

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ কয়েক বছর পর সোমবার জলপাইগুড়িতে ভার্চুয়ালি উধবোধন হলো  ‘ সা ‘, উস্কে দিলো বেসরকারি হোম থেকে শিশু পাচারের সেই পুরোনো স্মৃতি।

দু হাজার সতেরো সাল সংবাদ মাধ্যম জুড়ে লাগাতার যে খবরটি শিরোনামে ছিলো, তাহলো জলপাইগুড়ি ,দার্জ্জিলিং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি বেসরকারি হোম থেকে উঠা শিশু পাচারের অভিযোগ ,যা কিনা ইতিমধ্যে বিচারাধীন, অন্যতম অভিযুক্ত চন্দনা চক্রবর্তী আজও রয়েছেন কারাগারের অন্তরালে,

সেই জলপাইগুড়ি জেলাতে সোমবার  সরকারি ভাবে চালু হলো  সা , স্পেশালাইজড এডপসন এজেন্সি, জেলা শহরে অবস্থিত রাজ্য সমাজ কল্যাণ দপ্তরের করোক হোমে এই সা কেন্দ্রটির ভার্চুয়ালি উধবোধন করেন সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী শশী পাজা, এই কেন্দ্রের মাধ্যমে  দত্তক নিতে ইচ্ছুক দম্পতিরা আবেদন করে সরকারি নিয়মনীতি মেনে সন্তান নিতে পারবেন বলে জানিয়েছেন ,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here