মালদা জেলার নারায়ণপুর থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার হল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায়।

0
316

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-মালদা জেলার নারায়ণপুর থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার হল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায়। শনিবার রাতে মালদার গাজোল টোলপ্লাজা পার হওয়ার পর থেকে গাড়ির মালিক সেই গাড়ির কোনো খবর পান নি।এ নিয়ে ট্রাকের মালিক অমিত মন্ডল মালদা জেলার স্থানীয় থানায় অভিযোগ করেন।এবং রাজ্য ফেড়ারেশন অফ ট্রাক মালিক সংঠনকে জানালে সেই সংগঠনের পক্ষ থেকে গাড়ি চুরি যাওয়া সংক্রান্ত একটি ভয়েস মেসেজ সংগঠনের সকল সদস্যকে জানালে সংগঠনের সদস্য চ্যাংরাবান্ধার আব্দুল সামাদ সেই মেসেজ পায় এবং চ্যাংরাবান্ধা সকল ট্রাক মালিকদের সেই গাড়ির বিষয়ে সচেতন করে। চুরি হওয়া গাড়িটি আজ সকালে চ্যাংরাবান্ধা পেট্রোল পাম্প এলাকার একটি পার্কিং থেকে ধরা পরে। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছায় এবং তিন জনকে আটক করে মেখলিগঞ্জ থানায় পুলিশ। ট্রাকটিও উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।