মেদিনীপুর শহরের তলকুই এলাকায় লকডাউনে পড়াশোনা ছেড়ে বাড়িতে থেকে অসৎ সঙ্গ নিয়ে নেশা ও চুরিতে আসক্ত বালক,সম্মান বাঁচাতে ৬ দিন ধরে শেকল বেঁধে রাখল বাবা-মা।

0
323

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- মহামারী করোনা ভাইরাসের রক্ষার্থে লকডাউনের কারণে বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীদের জীবন চিত্র পাল্টে গিয়েছে। বিভিন্ন অবনতির চিত্র প্রশাসনের পর্যবেক্ষণে উঠে এসেছে। মেদিনীপুর শহরের তলকুই এলাকাতে এমনই এক চিত্র ধরা পড়লো এক ছাত্রের। জানা গিয়েছে সনাতন সরেন নামে ছাত্র পড়াশোনা ছেড়ে বাড়িতে থাকা অবস্থাতেই অসৎ সঙ্গে বিভিন্ন নেশায় ও তার টাকা জোগাতে চুরিতে আসক্ত হয়ে পড়ে ওই ছাত্র। একাধিক জায়গায় এমন কাজ করার পর নিরুপায় বাবা-মা ছেলের হাতে পায়ে গলায় শেকল তালা দিয়ে বেঁধে রেখেছেন গত ৬ দিন ধরে। খবর পেয়ে সেখানে ছুটে গেল এক স্বেচ্ছাসেবীর সদস্যরা ও পুলিশ। উদ্ধার করা হলো তাকে। পাঠানো হল পুনর্বাসন কেন্দ্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here