সিংহবাহিনীর বনভোজনে উপস্থিত ছিলেন বিধায়ক তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি বিধানসভা পার্থসারথি চ্যাটার্জী।

0
456

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মূলত গ্রামাঞ্চলের অনুন্নত এলাকার আদিবাসী এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতি অত্যাচার অনাচার এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অতীতে গড়ে উঠেছিলো সিংহবাহিনী। যা অনেকে রাজনৈতিক দল বলে মনে করলেও আদতে সমাজসেবায় তাদের মূল লক্ষ্য, তবে হিন্দুত্ববাদী। সনাতনী রীতিনীতি ঐতিহ্য পূজো পার্বণ সবকিছু অধিকারের সাথে স্বেচ্ছায় পালন করতে কোনো বাঁধাবিঘ্ন আসলে তারা সে বিষয়ে সহায়তা করেন এমনটাই জানালেন সিংহবাহিনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবদত্ত মাঝি এমনটাই জানালেন নদীয়ার শান্তিপুরে এক বনভোজনে এসে। সেখানে আমন্ত্রিত হয়েছিলেন, রানাঘাটের বিধায়ক তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থসারথী চ্যাটার্জী । সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বর্তমানে করো না পরিস্থিতির মধ্যে বনভোজন প্রসঙ্গে তিনি জানান, অনুষ্ঠানটি বহু আগে ঘোষিত হয়েছিলো, তা বাদেও উন্মুক্ত আম বাগানের মধ্যে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে তবেই করা হয়েছে।
শান্তিপুরের দায়িত্বে থাকা সুরজিৎ রায় জানান, প্রান্তিক পরিবারগুলি অর্থনৈতিক কারণে বছরের বেশিরভাগ সময়ই নিরামিষ খেয়ে থাকেন, তাই একদিন বনভোজনের মাধ্যমে তাদের স্বাদ খুশি এবং পুষ্টির ঘাটতি কিছুটা পূরণ করা হয়।