স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধে সামিল হলো ছাত্র শিক্ষক অভিভাবকেরা।

0
349

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধে সামিল হলো ছাত্র শিক্ষক অভিভাবকেরা।সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর গার্লস হাই স্কুলের সামনে সকাল সাড়ে দশটা থেকে ছাত্র – শিক্ষক – অভিভাবক যৌথ মঞ্চের উদ্যোগে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। স্থানীয় অভিভাবক দুলাল দে জানান, আংশিক লক ডাউনে কোভিড বিধি মেনে পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, নাহলে পড়ুয়াদের মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে এবং সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে বলে দাবি করেন তিনি। আরেক আন্দোলনকারী দীপক বর্মন জানায়, পানশালা থেকে বাজারঘাট সমস্ত কিছুই খোলা রয়েছে,সেখানে শুধু পড়াশুনাটা শুধু বন্ধ। দীপক বর্মনের অভিযোগ, পড়াশুনা তুলে দেওয়ার ও বর্তমান প্রজন্মকে মূর্খ বানানোর এটা একটা চক্রান্ত।এর বিরুদ্ধেই আজকের প্রতীকী আন্দোলন। এই আন্দোলন অরাজনৈতিক ভাবে চলবে বলে জানান তিনি।ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আন্দোলন তুলে দেয় বলে খবর।