করোনার বাড়বাড়ন্তের মাঝে সাধারণ মানুষের সুরক্ষায় দশ দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো পাঁশকুড়ার দোকান্ডার ফুলের শহর।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ধীরে ধীরে জেলা শহ রাজ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার দোকান্ডার ফুলের শহর, জানা গিয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত কোটা রাজ্যবাসীর কাছে ডিসেম্বর ও জানুয়ারি মাসে  ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকের ঢল নামে দেখবার  মত। তবে করোনার বাড়বাড়ন্তের ফলে সাধারণ মানুষের সুরক্ষায় ১০ থেকে ২০ শে জানুয়ারী  পর্যন্ত  ফুলের উপত্যকাতে পর্যটকদের আসা নিষিদ্ধ করল পাঁশকুড়া থানা পুলিশ, তবে এই সিদ্ধান্তে পর্যটকরা নিরাশ হলেও খুশি প্রদর্শনের সিদ্ধান্ত, এই সম্বন্ধে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন রায় জানান ইতিমধ্যেই এই মারণ ভাইরাস থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারকার্য চালাচ্ছি, যেহেতু এই সময়ে ফুলের শহর উপভোগ করতে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে বহু পর্যটক আসেন তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো এই শহর,অন্যদিকে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যানের গলায় শোনা গেল অন্য সুর, তাদের এই সিদ্ধান্তে খুশি হলেও তিনি জানতেন না তাকে জানানো হয়নি এই ব্যাপারে এমনটাই অভিযোগ করলেন তিনি, তবে যাই হোক প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *