দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ,দেশপ্রাণ ব্লকে তৃণমূলের পথ অবরোধ, কটাক্ষ বিজিপির।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ এক ব্লকে পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা তরুণদের নেতৃত্বে বিক্ষোভ সহ পথ অবরোধ হয়। তৃণমূল কংগ্রেসের কোর্ডিনেটর তথা প্রাক্তন জেলা সহ সভাপতি মাহমুদ হোসেনের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ তরুণ জানা যায় এক প্রকার গোষ্ঠী কোন্দলে পরিণত হয়। তরুণ জানার নেতৃত্বে পথ অবরোধ হলে বিক্ষোভ কারীরা অভিযোগ করে এলাকায় দিনের পর দিন চোলাই মদের ব্যবসা উঠছে তার পাশাপাশি দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে সে কারণেই আর তারা বিক্ষোভে সামিল হয়। পেটুয়া মৎস্য বন্দরের মাছের ব্যবসা রমরমা চলে সেখানে মাছের গাড়ি যাওয়ার সময় মাছের পেটি ছিনতাই বাজরা নামিয়ে নিয়ে তোলা আদায় করে। স্থানীয় মহিলারা নিরাপদ ভাবে নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামতে পারে না। বহিরাগতরা এসে এখানে মদ্যপ অবস্থায় ঝামেলা করে, এসএজি গ্রুপের মহিলার স্বামীকে ধরে মারধর করা হয়, তার বাড়ি ভাঙচুর করা হয় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিক্ষোভ কারীদের এমনকি স্থানীয় নেতা তরুণ জানা একই অভিযোগ করেন। স্থানীয় মানুষ জন এ অভিযোগ করেছেন সে কারণে মঙ্গলবার তারা বিক্ষোভ দেখে পথ অবরোধ করেন। ঘটনা স্থলে পুলিশ প্রশাসন ও ব্লক আধিকারিক আসেন তারপর পথ অবরোধ ওঠে। তিনি অভিযোগ করেন এখানে ডাকাতেরা আখড়া তৈরি হয়েছে, রাহাজানি শ্রীলতাহানি খুন নানা অপরাধ মূলক কাজকর্ম এদিকে হয়ে থাকে যে কজন ডাকাত ধরা পড়েছে তাদের জিজ্ঞাসা করলেই যারা যুক্ত তারা ধরা পড়ে যাবে নাম না করে কটাক্ষ করলেন তরুণ জানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *