কোলাঘাট বড়িশা স্বামীজি অ্যাকাডেমি উদ্যোগে আয়োজিত স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি উন্মোচন।

0
340

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ১২ ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম দিবস। আর এই বিশেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বড়িশা গ্রামে স্বামীজী একাডেমীর উদ্যোগে বিবেকানন্দের মর্মর মূর্তি উমোচিত হলো। বুধবার কোলাঘাটের অর্থাৎ পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। এইদিন বিধায়ক স্বকন্ঠে গান গেয়ে মূর্তি উন্মোচন করেন। এইদিন যোগব্যয়াম সহ কোভিড যোদ্ধা সম্মাননা জ্ঞাপন করা হয় এলাকার ১০ জন আশা কর্মীদের। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জী, উজ্জ্বল ভট্টাচার্য সহ ক্লাবের কর্মকর্তারা।