গোসাবায় বনদফতরের খাঁচায় বন্দি রয়্যাল বেঙ্গল টাইগার।।

0
469

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – এক বার সুন্দরবনের গভীর জঙ্গল থেকে বিরিয়ে লোকালয়ে চলে এলে পদচিহ্ন রেখে তোলপাড় করা। পরে পদচিহ্ন দেখে আতঙ্কের পরিবেশ তৈরী।শেষমেষ বনদফতরের কৃতিত্বে ধরা পড়া এবং নিশ্চিন্তে জঙ্গলে ফিরে যাওয়া। এমনই ঘটনা অহরহ চলছে প্রত্যন্ত সুন্দরবনের জঙ্গল সংলগ্ন বিভিন্ন এলাকায়।ইদানিং সুন্দরবনের জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের কাছে সুন্দরবনের বাঘ যেন গৃহপালিত পশু হয়ে উঠেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়।প্রতিনিয়ত লোকালয়ে তার বিচরণ ঘটেচলেছে।গত মঙ্গলবার গোসাবা ব্লকের বালি ১ গ্রামপঞ্চায়েত এলাকার মথুরাখন্ড গ্রামের লোকালয়ে ঢুকে পড়েছিল একটি পূর্ণ বয়স্ক বাঘ।সম্ভাব্য সুন্দরবনের পীরখালি জঙ্গল থেকে বেরিয়ে বিদ্যা নদী সাঁতরে সকলের অলক্ষ্যে গ্রামে ঢুকে পড়েছিল সে।গ্রামে ঢোকার সময় বিভিন্ন জায়গায় তার পদচিহ্নের ছাপ পড়েছিল।এরপর স্থানীয় বাসিন্দা হাবুল দাসের গোয়াল ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল ধূর্ত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।সেখানে একটি গরু ও তিন ছাগল কে সাবাড় করলেও খেতে পারেনি। এরপর লোকালয় থেকে বেরিয়ে স্থানীয় জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিল। তবে সমস্ত ঘটনাই ঘটেছিল লোকচক্ষুর আড়ালে।খবর জানাজানি হতেই এলাকায় পৌঁছায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যা রেঞ্জের বনকর্মীরা।মথুরাখন্ড ম্যানগ্রোভ জঙ্গল এলাকায় জালদিয়ে ঘিরে ফেলেন বনকর্মীরা। পরে শিকার দিয়ে একটি খাঁচা পাতেন বনকর্মীরা।শিকারের লালসায় বুধবার সকালে খাঁচার দিকে এগোতেই সকাল ৪:৫০ মিনিটে খাঁচা বন্দি হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।হাঁফ ছেড়ে বাঁচেন বনকর্মীরা।বাঘটির বয়স আনুমানিক ১০-১১ বছর হতে পারে।ইতিমধ্যেই ধরাপড়া পুরুষ বাঘটিকে জঙ্গল থেকে খাঁচা সহ তোলা হয়েছে বন দফতরের বোটে।তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সুত্রের খবর।অন্যদিকে বাঘ ধরা পড়ার খবর শুনে নদীর পাড়ে খাঁচা বন্দি বাঘ দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার গ্রামবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here