জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ধুপগুড়ির বামনী ব্রিজ সংলগ্ন এলাকায় ডাম্পারের চাকার নিচে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। প্রতিনিয়ত ধুপগুড়ি শহরে এইভাবে গাড়ির চাকার মৃত্যু হচ্ছে অনেক মানুষের। মর্মান্তিক দুর্ঘটনায় হাইওয়ে ধরে যানজটের সৃষ্টি হয়। বাইরে থেকে ডাম্পারটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে খবর। বামনী ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে জানা যায়। ঘটনাস্থলে রয়েছে ধুপগুড়ি থানার পুলিশ। তবে গাড়িটি পলাতক বলে সূত্রের খবর। নিহত অবস্থায় দমকল কর্মীরা আহত ওই যুবককে গ্রামীণ হাসপাতালে আনা হয়।
বানানি ব্রিজ সংলগ্ন এলাকায় ডাম্পারের চাকার নিচে ধুপগুড়ি যুবক।

Leave a Reply