বিকল্প কলার বাগানে লক্ষ্মী লাভ বাঁকুড়ার কৃষকের।

0
237

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বেশকিছু ব্লকে সারা বছর ধরে বিভিন্ন ধরনের ফসল ফলান এই জেলার কৃষকেরা। মূলত ধান,,আলু,সরিষা,তিল,সহ নানা রকমের সব্জি বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে থাকেন বেশির ভাগ চাষী।কিন্তু প্রথাগত চাষাবাদের পরিবর্তে বিকল্প চাষ করে লাভের মুখ দেখছেন অভিজিৎ ঘোষ নামে এক চাষী ।

# কোনো প্রথাগত ধান,আলু,সব্জি চাষ নয়,বিকল্প চাষেই লক্ষ্মী লাভ কোতুলপুর ব্লকের বেনেরচকে অভিজিৎ বাবুর। নিজের 5 বিঘা জমির উপর কলার বাগান তৈরী করেছেন তিনি । তাঁর এই বাগানে মূলত g9 প্রজাতির কলা গাছ রোপণ করেছেন তিনি।
অভিজিৎ বাবু বলেন লোকাল বাজারে এই কলার প্রচুর চাহিদা রয়েছে । এক কাঁদি কলার বাজার মূল্য প্রায় 450 থেকে480 টাকা । তাছাড়া এই g9 কলার গাছে পোকা মাকড়ের আক্রমণও কম ,1 থেকে 2 বার ওষুধ ব্যবহার করলেই ঠিক হয়ে যায়।

অভিজিৎ বাবু বলেন এই কলা চাষ করে প্রতি বৎসর 60 থেকে 70 হাজার টাকা উপার্জনের পথ রয়েছে।
যা অন্যান্য ফসল চাষ করে পাওয়া যাবেনা । তাই তিনি এই বিকল্প চাষকে বেছে নিয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here