বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে চন্দ্রকোনা দু’নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে ট্রাইসাইকেল বিতরণ ও কচিকাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা।

0
309

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- ১২ ই জানুয়ারি অর্থাৎ বুধবার স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম দিবস,আর এই জন্ম দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি ছাড়া জেলা জুড়ে পালিত হচ্ছে বিবেক চেতনা উৎসব, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ব্লক প্রশাসনের কার্যালয়ে বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে এলাকার প্রতিবন্ধী মানুষদের দেওয়া হলো ট্রাইসাইকেল, তাছাড়াও এলাকার কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়, তবে একদিকে মহামারি ভাইরাসের বাড়বাড়ন্ত, তারই মাঝে ওমিক্রনের আতঙ্ককে মাথায় রেখে সরকারি গাইডলাইন অনুযায়ী সমস্ত অনুষ্ঠান সংকীর্ণ করে দেওয়া হয়েছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী সময় দূরত্ব বজায় রেখে এবং মাক্স পরিধারণ করে শামিল হয়েছে বিবেক চেতনা উৎসবে, এইদিন বিডিও অমিত ঘোষ জানান প্রত্যেক বছর মহা ধুমধামের সঙ্গে ব্লক প্রশাসনের উদ্যোগে এবং রাজ্য সরকারের নির্দেশে এই বিবেক চেতনা উৎসব পালন করা হয় তবে এই বছর সরকারি গাইডলাইন অনুযায়ী সবকিছুই সংকীর্ণ করে দেওয়া হয়েছে।