বিবেক চেতনা উৎসব পালিত হল বাঁকুড়া জেলা জুড়ে।

0
284

আব্দুল হাই, বাঁকুড়াঃ – সারা রাজ্যের সঙ্গে ১২ জানুয়ারি বুধবার সকাল থেকে বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল বিবেক চেতনা উৎসব।
বিবেকানন্দের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। সেইমত এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সংহতি ভবনে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিন পালন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী সেখ হামিদ, বুদ্ধদেব মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।