বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বির সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী পালন করা হলো সাইথিয়ায়। এদিন প্রদেশ কংগ্রেস সদস্য তথা বীরভূম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রথীন সেন শহরের ইউনিয়ন বোর্ড মোরে বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন। একই স্থানে মহাত্মা গান্ধীর মূর্তিতে ও মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এদিন শহরের প্রাণ কেন্দ্র মোহন বাগান মোরে একটি অরাজনৈতিক সংগঠন সবুজের আহ্বান নামক একটি সংগঠনের আয়োজিত কর্মসূচিতেও বিবেকানন্দের প্রতিকৃতিতে ও মাল্যদান করেন রথীন সেন সহ কংগ্রেস নেতৃত্ব গন।