বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- মজুত করা পাটের গোডাউনে আগুন লাগবার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বুধবার দুপুরে এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চককাশি এলাকার। স্থানীয় গ্রামবাসীদের সূত্রে জানা গেছে এলাকার বেশীরভাগ কৃষক পাট চাষের সঙ্গে যুক্ত এবং কৃষকরা পাট চাষ করে চককাশী এলাকার একটি গোডাউনে রেখেছিলেন। বুধবার দুপুর প্রায় ১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হঠাৎ-ই চককাশি এলাকার ঐ পাটের গোডাউনে আগুন দেখতে পান। এরপর স্থানীয় গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগান এবং পাশাপাশি খবর দেন অগ্নি নির্বাপণ কেন্দ্রে। যার পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায় এবং দমকলকর্মীরা কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে এবং আগুন লাগবার কারনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মজুত করা পাটের গোডাউনে আগুন লাগবার ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Leave a Reply