নিজস্ব সংবাদদাতা, মালদা, ১২ জানুয়ারি:-
মালদা জেলা প্রশাসন, ইংরেজ বাজার পৌরসভা এবং রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে শ্রদ্ধার সাথে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম দিবস। বুধবার সকাল সাড়ে ৯ টায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা এসে স্বামী বিবেকানন্দের পাদদেশের শেষ হয়। সেখানে স্বামী বিবেকানন্দ কে মাল্যদান করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী দ্বিজেন্দ্রা নন্দজি মহারাজ, জেলাশাসক রাজর্ষি মিত্র, ইংরেজ বাজার পৌর প্রশাসক সুমালা আগারওয়াল, সহ প্রশাসক চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিন স্বামী বিবেকানন্দের বিবেক চেতনা উৎসব এবং জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। যুব সমাজকে উদ্বুদ্ধ করতে স্বামীজীর বিভিন্ন বাণী গুলি তুলে ধরা হয় প্রদর্শনীর মাধ্যমে।