স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর যোদ্ধা মাস্টারদা সূর্যসেনের 89 তম শহীদ দিবস পালন।

0
273

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ জলপাইগুড়ি কদমতলা মরে ছাত্র সংগঠন এ আই ডি এস ও, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও, কমসোমলের জেলা ইনচার্জ কমরেড শুভজিৎ রায় এবং মহিলা সংগঠন এ আই এম এস এস এর উদ্যোগে স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর যোদ্ধা মাস্টারদা সূর্যসেনের 89 তম শহীদ দিবস পালন করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সংগঠনের জেলা সম্পাদক সুজয় লোত ছাত্রসংগঠনের জেলা সম্পাদক শ্যামল দাস এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে ঝর্ণা রায়।