জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ জলপাইগুড়ি কদমতলা মরে ছাত্র সংগঠন এ আই ডি এস ও, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও, কমসোমলের জেলা ইনচার্জ কমরেড শুভজিৎ রায় এবং মহিলা সংগঠন এ আই এম এস এস এর উদ্যোগে স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর যোদ্ধা মাস্টারদা সূর্যসেনের 89 তম শহীদ দিবস পালন করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সংগঠনের জেলা সম্পাদক সুজয় লোত ছাত্রসংগঠনের জেলা সম্পাদক শ্যামল দাস এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে ঝর্ণা রায়।
স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর যোদ্ধা মাস্টারদা সূর্যসেনের 89 তম শহীদ দিবস পালন।

Leave a Reply